শেরপুরের নকলায় বন্যার্ত পরিবারের মেধাবী দুঃস্থ ২০০ শিক্ষার্থীর মাঝে প্রতি জনে ২ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
‘ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম ৯৬-৯৭’ ও ‘লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ’ এর অর্থায়নে বিহারীপাড় এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় ও পিছলাকুড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এই বিশেষ বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে শনিবার (৩০ নভেম্বর) উপজেলার বিহারীপাড় এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির সার্বিক ব্যবস্থাপনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, বিহারীপাড় এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ’র সভাপতি ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ সুমন, এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস’র সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলামসহ ‘ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম ৯৬-৯৭’ ও ‘লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ’ এর নেতৃবৃন্দ, আই.এস.পি ইন্ডাস্ট্রির কেন্দ্রীয় কলাকুশলী, এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় ও পিছলাকুড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।