শেরপুরের নকলায় এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কর্মচারী আজিজুন নাহার রুনার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আইডিএ এর নির্বাহী পরিচালক মো. লূৎফর রহমান, আরডিএস এর ব্যবস্থাপক নাজমুল হক, মাটি এর ব্যবস্থাপক প্রিন্স প্রমুখ।
বক্তারা এনজিও পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা ও এর সমাধান বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। এসময় আশা’র প্রতিনিধিসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।