বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শেরপুরে ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০ বার পঠিত

শেরপুর সদর উপজেলার কুমরী বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসাটির সুপার মাওলানা মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের করে মাদ্রাটির প্রাক্তন শিক্ষার্থী ফোরাম।

এতে মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট হাফেজ মাওলানা আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত সহকারী সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আব্দুল আওয়াল, সহকারী মৌলভী মাওলানা নূরুল আমিন, সহকারী শিক্ষক শামসুল হক, লুৎফর রহমান, নূরুল ইসলাম, মাওলানা সাদেক আলীকে সরাসরি তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সহকারী মৌলভী আব্দুর রহমান, মাওলানা ফারুক হোসেন ও সহকারী শিক্ষক এ.এইচ.কে ইমদাদুল হক মৃত্যু বরণ করায় তাদেরকে মরনোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।

শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও ২০০১ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমান, সদর উপজেলার আমির ও কুমরী বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আতাউর রহমান, ক্বারী লোকমান হোসেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ফজলুল হক ও বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম বক্তব্য রাখেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ২০২৩ ব্যাচের জুবাইদুল ইসলাম, ২১ ব্যাচের ইসরাফিল, ২০ ব্যাচের মাহফুজ, ১৯ ব্যাচের শফিকুল ইসলাম, ১৮ ব্যাচের তাজুল ইসলাম, ১৬ ব্যাচের রোহান, ১৪ ব্যাচের মাহমুদুল হাসান, ১৩ ব্যাচের খোরশেদ আলম, ৯ ব্যাচের রাকিবুল হাসান, ৮ ব্যাচের এম এস আজিজ মদিনা, ৭ ব্যাচের দেলোয়ার হোসেন, ৪ ব্যাচের আবু সাঈদ ও ২০০১ ব্যাচের আশরাফুল ইসলাম প্রমুখ।

এসময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাদের পরিবারের লোকজন, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।