শেরপুরের নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ন নথিপত্র পর্যবেক্ষণ পূর্বক জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন তিনি।
পরিদর্শন কালে ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছালাম, কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, উপজেলা পরিষদের সি.এ আইনুল ইসলাম পানেল, পাঠাকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউর রহমান, ইউপি সদস্য মো. রুবেল মিয়া, মো. বাজু মিয়া ও মো. মাফিজুল ইসলাম, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক, ব্যাংক এশিয়ার পাঠাকাটা ইউপির এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট ও ইউনিয়ন উদ্যোক্তা মো. সেলিম রেজা ও গ্রাম পুলিশসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উগস্থিত ছিলেন।