শেরপুর জেলা মুক্তিযোদ্ধাদলের নতুন কমিটি গঠন পূর্বক অনুমোদন প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে এক অফিস নোটিশ মারফত এই তথ্য জানা গেছে। এতে জেলার নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালকে সভাপতি ও শেরপুর সদর উপজেলার মো. আব্দুল ওয়াহাবকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, ৫ জন সহ-সভাপতি কাজী মাসুদ রানা, নাজিম উদ্দিন, মো. আব্দুল হক, মো. ফজলুল করিম ও মো. আকমল হোসেন তালুকদার; সহ-সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক মো. সেকান্দর আলী, অর্থ সম্পাদক মো. হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আবুল কাসেম, আইন সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, ধর্ম সম্পাদক নুরুজ্জামান এবং অন্য ১৭ জন সম্মানিত সদস্য আব্দুল হামিদ, আজাহার আলী দুদু, শ্রী সুকেন্দ্র চন্দ্র মোদক, মো. মোশারফ হোসেন, মো. ফতে ইউনুস, মো. মাহাবুর রহমান দুলাল, মো. জয়নাল আবেদীন, মো. মিরাজ আলী, মো. ওয়াজেদ আলী, মো. আব্দুল মালেক, মো. হাসমত আলী, মো. হাবিবুর রহমান. মো. শওকত আলী, মো. আব্দুল করিম ও মো. হযরত আলী।
তথ্য মতে, ২৫ নভেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিম উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান নিজ নামে স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন প্রদান করেন। এর আগে রবিবার জেলা বিএনপির আহবায়ক হযরত আলী ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম নবগঠিত এ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করেন।
অনুমোদিত কমিটি হাতে পাওয়ার পরে জেলা মুক্তিযোদ্ধাদলের নতুন কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির আহবায়ক হযরত আলী ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সাথে সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।