বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শেরপুরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার পঠিত

২০০৯ সালে পিলখানা হত্যাকান্ড বিষয়ে নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে শেরপুরে মানব বন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে শেরপুর থানা মোড়ে জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও জেলবন্দি বিডিআর সদস্যের পরিবারের লোকজন অংশ গ্রহন করেন।

জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছরুল করিম, প্রচার সম্পাদক মো. নুরে আলম ও সদস্য শামছুল আলমসহ চাকরিচ্যুত বেশ কয়েকজন বিডিআর সদস্য এবং নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারের লোকজন বক্তব্য রাখেন।

বক্তারা ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার ঘটনাটিকে সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবী জানান। এছাড়া নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহালের দাবি করেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।