২০০৯ সালে পিলখানা হত্যাকান্ড বিষয়ে নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহালের দাবিতে শেরপুরে মানব বন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে শেরপুর থানা মোড়ে জেলা বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও জেলবন্দি বিডিআর সদস্যের পরিবারের লোকজন অংশ গ্রহন করেন।
জেলা বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছরুল করিম, প্রচার সম্পাদক মো. নুরে আলম ও সদস্য শামছুল আলমসহ চাকরিচ্যুত বেশ কয়েকজন বিডিআর সদস্য এবং নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবারের লোকজন বক্তব্য রাখেন।
বক্তারা ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার ঘটনাটিকে সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবী জানান। এছাড়া নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিচ্যুত বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহালের দাবি করেন তারা।