শেরপুরের নকলা উপজেলা মুক্তিযোদ্ধাদলের ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক-কে আহবায়ক ও এ.কে.এম আসাদুজ্জামান-কে সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়। এক অফিস নোটিশ সূত্রে এই তথ্য জানা গেছে।
নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, ৩ জন যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, মো. মিরাজ আলী ও মো. আব্দুল হামিদ; সম্মানিত সদস্য বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল এবং ৬ জন সদস্য মো. শেখ আব্দুল্লাহ, আব্দুল মালেক, মো. হাসমত আলী, মো. আদম আলী, মো. আব্দুর রশিদ ও মো. জামাল উদ্দিন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের শেরপুর শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব-এর সুপারিশক্রমে জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল নিজ নামে স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন প্রদান করেন।