শেরপুরের নকলা উপজেলার ধুকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ১ কোটি ২০ লাখ টাকা প্রাকল্পিক ব্যয়ের চারতলা বিশিষ্ট এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য এনামুল হক পান্নু, বিএডিসি’র অনুমোদিত সার-বীজ ডিলার আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।