বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শেরপুরের নকলা উপজেলার আব্দুল আজিজ-এর কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরের দিকে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকার পারিবারিক গোরস্থানে সমাহিত আব্দুল আজিজ-এর কবর জিয়ারত ও বিশেষ দোয়া করেন তারা।
এ জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. ইয়াসিন আলীর নেতৃত্বে কবর জিয়ার ও দোয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদী কানাহার নিপুন, শেরপুর জলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মোবারক হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক আব্দুস ছাত্তার, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুল ইসলাম জর্জসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য, নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার এক দফা আন্দোলন চলাকালে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেল হকের ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন। পরে সহকর্মীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ৭ আগস্ট আজিজ মৃত্যু বরণ করেন। পরে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকার পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।