শেরপুরের নকলায় বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মো. ইয়াসিন আলীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক নাহার নিপুন, শেরপুর জলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মোবারক হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক আব্দুস ছাত্তার, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার সময় স্থানীয় নেতাকর্মীরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।