শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রেজুওয়ানা ও রেজবানা নামের দেড়বছর বয়সী দুই যমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরেরদিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। তারা কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে সবার অজান্তে খেলতে বের হয়ে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। হঠাৎ তাদের কথা মনে পড়লে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিশুদ্বয়ের সুরতহাল রেকর্ড করা হয়। পরে বিনাময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি চেয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।