শেরপুর জেলার নকলা উপজেলার নকলা বাজার গামের্ন্টস ও জুতা ব্যবসায়ী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নকলা মধ্য বাজারের লাছা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মো. আহসান হাবীব রুবেল-কে সভাপতি ও সোহাগ ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মো. সোহাগ মিয়া-কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী (২০২৪-২০২৭) পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
১৮ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের সদস্য এ.কে আজাদ, নবনির্বাচিত সভাপতি মো. আহসান হাবীব রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া নিজ নিজ স্বাক্ষরে আগামী ৩ বছরের জন্য ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রদান করেন। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. রায়হান ইউসুফ, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, শামীম মিয়া ও মো. মানিক মিয়া; সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ অন্তর, প্রচার সম্পাদক সৌরভ আহমেদ সজিব, অর্থ বিষয়ক সম্পাদক মো. অলি উল্লাহ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. ফরহাদ মিয়া, দপ্তর সম্পাদক আলী হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. মাহমুদ হাসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক, ক্রীড়া সম্পাদক মো. স্বপন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সুফি ইয়া-হিয়া নকলবী (ভূট্টু), শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. মুঞ্জরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনক আহম্মেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক আল-আমিন, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক বায়োজিদ আহম্মেদ, আপায়ণ বিষয়ক সম্পাদক মো. আতিক মিয়া, কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. আব্দুল রাজ্জাক ও রতন মিয়াকে কার্যকরী সদস্য এবং উপজেলার ৩৬ জন গামের্ন্টস বা জুতা ব্যবসায়ী মালিককে এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, কমিটির সকল সদস্যসহ সব ধরনের ব্যবসায়ীদের ব্যবসা সক্রান্ত সার্বিক সহায়তা প্রদান এবং এই সংগঠনটির কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী সচেতনতামূলক যেকোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করাই তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এর জন্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ সব পেশাশ্রেণী জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।