মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

নকলায় ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪ হাজার ৩১৯ টি দরিদ্র বা সল্প আয়ের পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বেধন করা হয়। বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার শহিদ মিয়া, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, ইউপি সদস্য মনির হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদে কর্মরত সকল গ্রাম পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশা-শ্রেণীর সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ঠ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ হাজার ৩১৯ টি সুবিধাভোগী পরিবারের মধ্যে, গণপদ্দী ইউনিয়নের ১,২৭০টি, নকলা ইউনিয়নের ১,১২৯টি, উরফা ইউনিয়নের ১,৩০০টি, গৌড়দ্বার ইউনিয়নের ৮৭০টি, বানেশ্বর্দী ইউনিয়নের ১,০৭০টি, পাঠাকাটা ইউনিয়নের ১,১৭০টি, টালকী ইউনিয়নের ১,০৭০টি, চরঅষ্টধর ইউনিয়নের ১,২৭০টি ও চন্দ্রকোনা ইউনিয়নের ১,৩৭০টি পরিবারকে এবং নকলা পৌরসভার ৩ হাজার ৮০০টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।

তথ্য মতে, চলতি নভেম্বর মাসের জন্য বরাদ্দকৃত টিসিবি পণ্য প্রতিটি প্যাকেজের ৫ কেজি চাল, প্রতিকেজি ৩০ টাকা হারে মোট ১৫০ টাকা; ২ কেজি মশুর ডাল, প্রতিকেজি ৬০ টাকা হারে মোট মূল্য ১২০ টাকা ও ২ লিটার সয়াবিন তেল, প্রতিকেজি ১০০ টাকা হারে মোট ২০০ টাকা নির্ধারন করা হয়েছে। এ হিসেবে প্রতিটি পরিবারকে ৪৭০ টাকার বিনিময়ে নভেম্বর মাসের টিসিবি প্যাকেজের প্যাকেট ক্রয় করতে হচ্ছে। ন্যায্যমূল্যে এসব নিত্যপণ্য ক্রয় করতে পেরে খুশি দরিদ্র বা সল্প আয়ের পরিবারের লোকজন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।