মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে ১৫টি পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে সম্প্রতি পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারকে পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ সামগ্রী ও পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকাস্থ ব্যাচ-৭১ এর সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাব’র সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

এদিন উপজেলার বনকুড়া, খলিসাকুড়া ও বারমারী এলাকার ১৫টি পরিবারের নতুন ঘর নির্মাণের জন্য তাদের মাঝে ৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের জন্য উপহার হিসেবে একটি করে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়েছে।

এ সময় প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এম.এ হাকাম হীরা, শরিফুর রহমান, দেবদাস চন্দ বাবু, শেরপুর জেলার সমন্বয়ক হাকিম বাবুল, সাংবাদিক সাইফুল ইসলাম, এম. সুরুজ্জামান, এম. উজ্জল, বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন চন্দ্র বর্মণ, আদিবাসী নেতা সুমন্ত চন্দ্র বর্মণ ও ক্লোডিয়া নকরেক কেয়াসহ সুবিধাভাগী পরিবারের লোকজন এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।