মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

নকলায় মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩১ বার পঠিত

শেরপুরের নকলায় আসাদুল হোসেন (২৭) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে নারায়নখোলা গ্রামের পূর্ব মাদ্রাসা পাড়া এলাকার রুবেল মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন আসাদুল হোসেনকে দীর্ঘদিন চিকিৎসা করিয়েও সুস্থ্য করা যায়নি। তবে খাবারসহ নিজের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতেন। সে রবিবার রাতে খাবার শেষে নিজের শয়ন কক্ষে ঘুমাতে যায়। সোমবার সকালে পরিবারের লোকজন ঘরের ধন্যার সাথে আসাদুল হোসেনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঝুলন্ত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নারায়নখোলা গ্রামের পূর্ব মাদ্রাসা পাড়া এলাকা থেকে আসাদুল হোসেন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রত্রিয়াধীন আছে। এলাকাবাসীর বরাতে তিনি আরো জানান, আসাদুল হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।