শেরপুরের নকলায় বন্যা ও অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনবার্সন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের বীজ (হাইব্রিড জাত) সহায়তার নিমিত্তে এই প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়। এদিন উপজেলার গনপদ্দী ইউনিয়নের কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিহা ইয়াসমিন ও কৃষিবিদ সাগর চন্দ্র দেসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিম মেহেদী জানান, পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ৪ হাজার ৩০০ কৃষকের মাঝে বিভিন্ন শাক-সবজির বীজ, ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার এবং প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৬ হাজার ৫০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হবে।