শেরপুরের নকলা উপজেলার কৃতি সন্তান ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আলীম জামালপুর জেলার ইসলামপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের নতুন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) হিসেবে রোববার যোগদান করেছেন।
এ উপলক্ষে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও হাসপাতাল, ইসলামপুর প্রাণি চিকিৎসক সমিতি, ইসলামপুর ভেরিয়া ও বিউটি মেডিসিন কর্ণারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ইসলামপুর প্রাণি চিকিৎসক সমিতি, ইসলামপুর ভেরিয়া’র নেতৃবৃন্দ ও বিউটি মেডিসিন কর্ণারের স্বত্তাধিকারীসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তিনি নতুন কর্মসস্থলে যোগদানের পরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট উপজেলার সবার পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
জানা গেছে, তিনি ইউএলও হিসেবে ইসলামপুরে যোগদানের আগে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ভেটেরিনারি সার্জন পদে এবং এরও আগে জামালপুরের ইসলামপুর প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি সার্জন পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ডা. আব্দুল আলীম শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার গ্রামের বাসিন্দা। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।