মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

নকলায় গণ অধিকার পরিষদের আহবায়ক কমিটি গঠন, কার্যালয় উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

শেরপুরের নকলায় গণ অধিকার পরিষদ উপজেলা শাখার নতুন কমিটি ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে, শুক্রবার শেষ বিকালে পৌর শহরের জালালপুর এলাকায় স্থাপিত দলটির উপজেলা কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

শেরপুর জেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব স¤্রাট গিয়াস উদ্দিন আজম শাহ-এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সোহেল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ ইমন, সহকারী অর্থ সম্পাদক শাহ আলম সরকার, ধর্ম সম্পাদক মো. শফিকুল ইসলামসহ অঙ্গসহযোগী সংগঠনের অনেকে।

বক্তারা বলেন, মানুষের গণতন্ত্র, অধিকার, ন্যায় বিচার ও জাতীয় স্বার্থ রক্ষা করাই হচ্ছে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য। আমরা দলের চেয়ারম্যান ভিপি নুরুল হক নুরু-এঁর আদর্শকে ধারণ করে গণমানুষের সেবায় কাজ করতে চাই। এর জন্য সবার কাছে পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

আলোচনা সভার পরে আগামী এক বছরের জন্য যুব অধিকার পরিষদের ও আগামী ছয় মাসের জন্য ছাত্র অধিকার পরিষদের নকলা উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এরপরে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ফিতা কেটে নকলা উপজেলা শাখার পৌরসভার জালালপুর এলাকাস্থ দলটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত গণ অধিকার পরিষদের অসংখ্য কর্মী-সমর্থক, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাশ্রেণির জনগন উপস্থিত ছিলেন।

সবশেষে গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নবগঠিত দুইটি আহবায়ক কমিটির নেতৃবৃন্দের আয়োজনে ও সবস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জন্ম দিনের কেক কেটে এবং একে অপরকে কেক খাইয়ে দলটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।