শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেরপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের মাধবপুর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে ডায়াবেটিক সমিতির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসীম উদ্দিন।
ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমাম হাসান ঠান্ডু’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে রক্তসৈনিক বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা আল-আমিন রাজুসহ অনেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রনে সচেতনতা জরুরি। ডায়াবেটিস কেন হয় এই বিষয়টা যদি বুঝতে পারি ও মানুষকে বুঝাতে পারি তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। তাঁরা জানান, জীবনযাত্রার পরিবর্তন ও খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শারীরিক পরিশ্রমের অভাবের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। তাই প্রতিটি মানুষকে জীবনযাত্রার পরিবর্তন ও খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শারীরিক পরিশ্রম করা জরুরি বলে তাঁরা মন্তব্য করেন।
আলোচনা সভার পরে ডায়াবেটিসে আক্রান্ত অসহায় ১৫ জন রোগীর মাঝে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় শেরপুর ডায়াবেটিক সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত ডায়াবেটিসে আক্রান্ত রোগী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।