নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা দেশের ন্যায় শেরপুরে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা সদরের সকল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নিয়ে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ‘আসুন নিউমোনিয়া বন্ধ করার লড়াইয়ে সক্রিয় সহযোগী হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসানুল হাবিব হিমেল অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা নিউমোনিয়ার লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করেন। এসময় জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কার্যক্রমের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন-এঁর সভাপতিত্বে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের নিয়ে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসানুল হাবিব হিমেলসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগন বক্তব্য রাখেন।