শেরপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (ডি.কে.আই.বি)-এর জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর মিলনায়তনে ডি.কে.আই.বি জেলা রির্টানিং কর্মকর্তা মো. আবুল কাশেম শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শুরুর আগে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে ডি.কে.আই.বি জেলা শাখা (জুট) এর সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক ও নবনির্বাচিত কমিটির অনেকে বক্তব্য রাখেন।
ডি.কে.আই.বি জেলা রির্টানিং কর্মকর্তার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির যেসকল নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন তারা হলেন- সভাপতি মো. একাববর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রশিদ ও মো. মঞ্জুরুল হক বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিমুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. অলিউল্ল্যাহ, অর্থ বিষয়ক সম্পাদক মো. শওকত আকবর, দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান, প্রচার প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক মো. জোবায়ের হোসেন, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক মো. শাহ কুতুব উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আক্তার দিপ্তী, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও নির্বাহী সদস্য রাজু আহমেদ।
শপথ গ্রহন অনুষ্ঠানের পরে জেলার বিভিন্ন উপজেলার ডি.কে.আই.বি কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর অংশ হিসেবে ডি.কে.আই.বি নকলা উপজেলা শাখার পক্ষে সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক এম.এ সামাদ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ১৭ সদস্য বিশিষ্ট জেলা শাখার কমিটি গঠনের লক্ষে তফসিল ঘোষণা করা হয়। তফসিল মোতাবেক নির্ধারিত দিন তারিখের মধ্যে শেরপুর জেলা শাখা কমিটির জন্য প্রতি পদে একক প্রার্থী থাকায় ৩ অক্টোবর ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সবাইকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।