শেরপুরের নকলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং নকলা পৌরসভার উন্নয়ন প্রকল্পের দুইটি উদ্বোধন করাসহ উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের কার্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
বুধবার এসব প্রকল্পের কাজ উদ্বোধন শেষে উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদ ও ২নং নকলা ইউনিয়ন পরিষদের কার্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় ইউএনও’র সাথে উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের সিএ আইনুন নাঈম পানেল, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।