বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নকলায় যুব ফোরামের উদ্যোগে শান্তি-সম্প্রীতির শোভাযাত্রা, আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা যুব ফোরামের উদ্যোগে শান্তি-সম্প্রীতির শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা ডাক বাংলো চত্বরে উপজেলা যুব ফোরামের আহবায়ক ও নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থান গিয়ে শেষ হয়।

পরে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে উপজেলা যুব ফোরামের আহবায়ক মো. নুর হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবসদস্য মো. মোশারফ হোসাইন, প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ও যুবসদস্য দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায় দিন’র প্রতিনিধি ও যুবসদস্য শফিউল আলম লাভলু, সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত স্বাবলম্বী উন্নয়ন সমিতির স্বাবলম্বী ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ, ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যুবসদস্য ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক ও যুবসদস্য মো. সেলিম রেজা, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও যুবসদস্য নাহিদুল ইসলাম রিজন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও যুবসদস্য আব্দুল্লাহ আল-আমিন, সংগঠনটির যুগ্ম-আহবায়ক সাংবাদিক হাফেজ মাওলানা রাফসান আহমেদ মেহদী, দরিদ্র তহবিল সংস্থার পরিচালক ও যুবসদস্য তরুণ সাংবাদিক মো. হাসান মিয়া, যুবসদস্য তরুণ সাংবাদিক লিমন আহম্মেদ ও যুবসদস্য নাঈম ইসলামসহ নকলা উপজেলা যুব ফোরামের অন্যান্য সদস্য ও বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ও যুবনারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুব ফোরামের আহবায়ক নুর হোসেন জানান, এই সংগঠনটি তৃণমূল পর্যায়ে ধর্মীয়সহ যেকোন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকরে সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় যুবনীতি অনুসরন করে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ ও দেশ-জাতির উন্নয়নে সম্পৃক্ত করনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরো জানান, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যুবক ও যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটাতে যুব ফোরামের স্বেচ্ছাসবকগন নিরলস ভাবে কাজ করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোনা অপরাধমুক্ত সমাজ গঠনে যুবক ও যুবনারীদের সম্পৃক্ত করতেও যুব ফোরামের সদস্যগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও নুর হোসেন জানান।

আলোচনা সভার শেষে, উপজেলা যুব ফোরামের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ও জনবহুল এলাকাতে শান্তি-সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতা মূলক লেখা সমৃদ্ধ পোস্টার লাগানো হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।