শেরপুরের নকলায় উপজেলা যুব ফোরামের উদ্যোগে শান্তি-সম্প্রীতির শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা ডাক বাংলো চত্বরে উপজেলা যুব ফোরামের আহবায়ক ও নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থান গিয়ে শেষ হয়।
পরে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে উপজেলা যুব ফোরামের আহবায়ক মো. নুর হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও যুবসদস্য মো. মোশারফ হোসাইন, প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ও যুবসদস্য দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায় দিন’র প্রতিনিধি ও যুবসদস্য শফিউল আলম লাভলু, সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে পরিচালিত স্বাবলম্বী উন্নয়ন সমিতির স্বাবলম্বী ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ, ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যুবসদস্য ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক ও যুবসদস্য মো. সেলিম রেজা, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও যুবসদস্য নাহিদুল ইসলাম রিজন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও যুবসদস্য আব্দুল্লাহ আল-আমিন, সংগঠনটির যুগ্ম-আহবায়ক সাংবাদিক হাফেজ মাওলানা রাফসান আহমেদ মেহদী, দরিদ্র তহবিল সংস্থার পরিচালক ও যুবসদস্য তরুণ সাংবাদিক মো. হাসান মিয়া, যুবসদস্য তরুণ সাংবাদিক লিমন আহম্মেদ ও যুবসদস্য নাঈম ইসলামসহ নকলা উপজেলা যুব ফোরামের অন্যান্য সদস্য ও বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ও যুবনারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুব ফোরামের আহবায়ক নুর হোসেন জানান, এই সংগঠনটি তৃণমূল পর্যায়ে ধর্মীয়সহ যেকোন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকরে সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় যুবনীতি অনুসরন করে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ ও দেশ-জাতির উন্নয়নে সম্পৃক্ত করনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরো জানান, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যুবক ও যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটাতে যুব ফোরামের স্বেচ্ছাসবকগন নিরলস ভাবে কাজ করছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোনা অপরাধমুক্ত সমাজ গঠনে যুবক ও যুবনারীদের সম্পৃক্ত করতেও যুব ফোরামের সদস্যগন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও নুর হোসেন জানান।
আলোচনা সভার শেষে, উপজেলা যুব ফোরামের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ও জনবহুল এলাকাতে শান্তি-সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতা মূলক লেখা সমৃদ্ধ পোস্টার লাগানো হয়।