বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্যে নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শেরপুরে বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে সবজির চারা বীজ ও রাসায়নিক সার বিতরণ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত

শেরপুরে বন্যা পরিবর্তী কৃষি পুনর্বাসনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এবং এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজির চারা এবং তেল জাতীয় ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কমূসূচি চলছে।

এর অংশ হিসেবে শনিবার জেলার নালিতাবাড়িতে বিএআরআই-এর সরেজমিনে গবেষণা বিভাগ শেরপুর-১ অঞ্চলের উদ্যোগে বারি উদ্ভাবিত বারি সরিষা-১৪, বারি শীম-১, বারি লাউ-৪ এর চারা এবং রবিবার ঝিনাইগাতিতে এ্যাব’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার নালিতাবাড়ি উপজেলার ১৫০ কৃষকের মাঝে এবং ঝিনাইগাতি উপজেলার ২০০ কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় বিএআরআই-এর সরেজমিনে গবেষণা বিভাগ শেরপুর-১ অঞ্চলের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ টিটু ফকির, বিএডিসি নকলা হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলামসহ বিএআরআই ও এ্যাব এর কৃষিবিদগন, ক্ষতিগ্রস্থ কৃষক-কৃষানী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে রবি ২০২৪/২৫ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবিবার বিকেলে শেরপুর সদর উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হযরত আলীসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষানী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।