মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে শ্রমিক দলের ৩ নেতাকে দল থেকে বহিস্কার

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শ্রমিক দলের ৩ নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব এমদাদুল হক মোল্লা, সদস্য হোসেন আলী ছোট ও ঝিনাইগাতী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফারুক মিয়া।

২ নভেম্বর শনিবার রাতে জেলা শ্রমিকদলের সভাপতি মো. শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম জুন এর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদের বহিস্কার করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ৩১ অক্টোবর রাতে সদ্য ঘোষিত জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইগাতী উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করার পরে তা প্রত্যাখ্যান করে এবং এমদাদুল হক মোল্লার সমর্থকরা কমিটির সদস্য আব্দুর রহিম, কাংশা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে মারধর করেন। এছাড়া কমিটির সদস্য নুর ইসলামের মোটর সাইকেল পুড়িয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

একই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে কমিটির যুগ্ম আহবায়ক আবু সাঈদকেও মারধর করে এমদাদুল হক মোল্লার সমর্থকরা। পরে শুক্রবার বিকেলে সদ্য বহিস্কৃত সদস্য সচিব এমদাদুল হক মোল্লার নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এবিষয়ে জেলা শ্রমিক দলের সদ্য ঘোষিত আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুর রহিমসহ অনেকে জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।