মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

নকলায় হাজী জালমামুদ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি হাজী জালমামুদ কলেজের দাতা প্রতিষ্ঠাতা মরহুম হাজী জালমামুদ-এঁর ৫৬তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) সরকারি হাজী জালমামুদ কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজটির অধ্যক্ষ মো. আব্দুল বার্সেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে মূখ্য আলোচক হিসেবে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ গোলাম মাছুম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও হাজী জালমামুদের নাতি দেওয়ান সাখাওয়াত হোসেন শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নকলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য হাজী জালমামুদের নাতি দেওয়ান আল শামীম, কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও হাজী জালমামুদের নাতি মো. মামুন হোসেন।

বক্তারা মরহুম হাজী জালমামুদ-এঁর জীবনাদর্শ ও তাঁর কৃতকর্মের উপর আলোচনা করেন। আলোচনা সভার পরে মরহুম হাজী জালমামুদ-এঁর বিদেহী আত্মার মাগফেরাত কমনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় সরকারি হাজী জালমামুদ কলেজের সকল শিক্ষক-কর্মচারী, কলেজ পরিচালনা পরিষদের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।