বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতা মূলক সভা

নকলায় পত্রিকা প্রেমিদের আস্থার অপর নাম ‘দৈনিক আকাশ জমিন’

মুহাম্মদ ফারুকুজ্জামান:
  • প্রকাশের সময় | রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত

পাঠকের হাতে আসার কয়েক মাসের মধ্যেই জাতীয় ‘দৈনিক আকাশ জমিন’ পত্রিকাটি সবার তথা পত্রিকা প্রেমিদের মন জয় করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুরের নকলা উপজেলার সব পেশাশ্রেণি পাঠকের আস্থা অর্জন করেছে ‘দৈনিক আকাশ জমিন’। প্রতিদিন সকাল ১০ টার পরে থেকেই উপজেলার পত্রিকা পাঠকের হাতে হাতে দেখা যায় পাঠক নন্দিত নতুন এই দৈনিক পত্রিকা।

দৈনিক আকাশ জমিন পত্রিকার পাতায় পাতায় সাধারণ মানুষের কথাগুলো ফুটে উঠে। গণমানুষের কথা গুলো, গণমানুষের সমস্যা সমূহ ও তাদের চাওয়া পাওয়া গুলো তাদের মুখপাত্র হয়ে আকাশ জমিন পত্রিকায় প্রকাশিত হয় বলেই দ্রæত সময়ের মধ্যেই পাঠকের মনে স্থান করে নিয়েছে। নকলার মুদির দোকানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠানে, চা স্টলে, ছাত্র-শিক্ষকের টেবিলে, পথচারির হাতে, পরিবহণে, হকারের পত্রিকার বান্ডেলেসহ পত্রিকা প্রেমিদের মনে স্থান করে নিয়েছে দৈনিক আকাশ জমিন।

সব বয়স ও শ্রেণি-পেশার পাঠকের আগ্রহ ও তাদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে নিরপেক্ষ ও বৈচিত্রময় সংবাদের যেন সমাবেশ ঘটানো হয় এই পত্রিকাটিতে। এতে প্রতিদিন রুচিশীল ছাপা পত্রিকার পাশাপাশি পাঠকরা সার্বক্ষণিক অনলাইন ভার্সনে তরতাজা সংবাদের স্বাদ পাচ্ছেন। এর বাইরেও পাঠকরা পড়তে পারছেন ই-পত্রিকা। খুব দ্রুত সময়ের মধেই প্রিন্ট ভার্সনের কিউআরকোর্ডের মাধ্যমে অডিও-ভিডওসহ সকল লাইভ আপডেট পাবেন পাঠকরা; এমনটাই জানা গেছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন জানান, সাংবাদিক সমাজ ও তাদের বস্তুনিষ্ঠ সংবাদ জাতিকে সঠিক পথ দেখায়। আমরা আকাশ জমিন পত্রিকা থেকে সঠিক বস্তুনিষ্ঠ খবরগুলো পাই। এতে দেশ ও জাতি কিছুটা হলেও উপকৃত হচ্ছে। সেই সাথে এই পত্রিকার সংবাদে উন্নয়ন ও অসঙ্গতি গুলো নিয়মিত তুলে ধরায় দূর হচ্ছে অন্যায় অবিচার। কেটে উঠছে সকল অসঙ্গতি। কোন প্রকার অন্যায়-অবিচারের সাথে আপোষহীনের ময়দানে আকাশ জমিন পত্রিকার সংশ্লিষ্ট সবাই যেন সদা জাগ্রত থাকেন এ প্রত্যাশা করছেন নূর হোসেনসহ সবাই।

নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মেশারফ হোসাইন বলেন, আমাদের দেশকে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে গণমাধ্যম গুলো নিপুণ কারিগরের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে থাকে। দৈনিক আকাশ জমিন পত্রিকাটি এমন একটি পত্রিকা বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, বিগত দিনে দেশের পত্রিকার প্রিন্ট ভার্সনে অনেক বিষয় ইনপুট হয়েছে। তারপরও নতুন প্রজন্ম পত্রিকা থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে, দৈনিক আকাশ জমিন পত্রিকাটি তরুণ প্রজন্মকে কাছে টানতে গবেষণা, প্রচেষ্টা ও কারিগরি সহায়তায় নতুনত্ব নিয়ে এসেছে। পাঠকরা প্রিন্ট পত্রিকার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল কানেক্টের মাধ্যমে ভিডিও ও অডিও শুনতে পারবেন এ আশা করছেন তিনি। কয়েক পাতার পত্রিকায় সব খবর ছাপানো কোন ক্রমেই সম্ভব নয়, তাই হয়তোবা পত্রিকাটির কর্তৃপক্ষ নতুন নতুন বিষয় সংযোজন করছেন বা করবেন; এমনটাই প্রত্যাশা করেন তিনি।

দৈনিক আকাশ জমিন’র নকলার প্রতিনিধি মুহাম্মদ ফারুকুজ্জামান বলেন, আমরা সত্যকে ধারণ করে সকল ন্যায় ও অন্যায়কে আকাশ জমিনের পাতায় প্রকাশ করতে বদ্ধপরিকর। সবাই যেন বলতে বাধ্য হন যে, এই পত্রিকায় দেশ-বিদেশের সকল সত্য ও তথ্য নির্ভর খবর পাওয়া যায়। আমরা চাই বাংলাদেশের প্রতিটি পাঠক যেন বলেন দৈনিক আকাশ জমিন নিরেপেক্ষ পত্রিকা নয়, এটি ন্যায়ের পক্ষের ও নির্ভীক একটি দৈনিক পত্রিকা। এরই মধ্যে দৈনিক আকাশ জমিন পত্রিকা বাংলাদেশের প্রতিটি এলাকায় পৌঁছে গেছে বলেও তিনি জানান।

দেশে বহু পত্রিকা ছিলো, আছে এবং থাকবে। তাইবলে সব পত্রিকাই পাঠকের মন জয় করতে পারেনা। পাঠকের চাহিদা, ও আশা-আকাঙ্খা পূরণে সক্ষম পত্রিকা গুলো টিকে থাকে, আর অন্যগুলোর কোন না কোন ভাবে বন্ধ হয়ে যায়। এদিক বিবেচনা করেই চলতি বছর জাতীয় ‘দৈনিক আকাশ জমিন’ পত্রিকাটির যাত্রা শুরু হয়। রবিবার (৩ নভেম্বর) পত্রিকাটির ২৫৫তম সংখ্যা ছাপা হয়েছে। যার রেজিস্ট্রেশন নম্বর ডিএ ৬৭৪৮। পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন মীর লিয়াকত আলী। পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয় ঢাকার বারিধারার নর্দান রোডে হলেও, ছাপা হয় ফকিরাপুলের অ্যাসোসিয়েটস প্রিন্টিং প্রেস থেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।