মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫১ বার পঠিত

শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার কামাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়া নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে ওই এলাকার সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) ও মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)। কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার জাহান পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন শনিবার বিকেলে খেলতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে আসায় পরিবারের লোকজন তাদেরকে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের এক পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। অনেকে ধারনা করে জানান, মাহিন মিয়া ও জুনায়েদ হোসেন খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে মারা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি চেয়নরম্যান মোবাইল ফোন পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে এই খবর লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ না পেলেও বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান। এদিকে বিনাময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতির জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।