মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

নালিতাবাড়ীর পাহাড়ি এলাকা থেকে আবারো বন্য হাতির মরদেহ উদ্ধার: আটক ১

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীর পাহাড়ি এলাকা থেকে আবারো এক বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। জেনারেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন বিভাগ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাতকুচি পাহাড়ের ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি জেনারেটর উদ্ধারসহ শহিদুল ইসলাম (৪৫) একজনকে আটক করা হয়েছে। আটককৃত লোকটি পেশায় একজন ব্যান চালক।

বনবিভাগ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে একদল বন্য হাতি পাহাড় থেকে আমন ধানের ক্ষেতে নেমে আসে। এ সময় স্যালু মেশিন দিয়ে তৈরি করা জেনারেটরের বৈদ্যুতিক তারের শর্টে হাতিটি মারা যায়। এ সময় গ্রামবাসী ফসলের মাঠ থেকে হাতির দলকে তাড়িয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, স্থানীয়রা পাহাড়ের নিচে হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে একটি জেনারেটর জব্দ করাসহ শহিদুল ইসলাম নামে এক ভ্যানচালককে আটক করে। তিনি জানান, মৃত হাতিটি মাদী এবং এর বয়স আনুমানিক ৪০-৫০ বছর হবে।

শুক্রবার সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত হাতিটির ময়না তদন্তের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

এবিষয়ে বন্য প্রাণি সংরক্ষণ বিষয়ক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা জানান, প্রায়ই ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকার পাহাড়ী এলাকায় বন্য হাতি মৃতের সংবাদ পাওয়া যায়। দেশের শুধামাত্র এই পাহাড়েই এশিয়ান হাতি রয়েছে। নিজেদের স্বার্থজনিত কারনে এসব হাতি হত্যা করা হচ্ছে। এটা কোন ক্রমেই মেনে নেওয়া যায়না। তারা বলেন, বন্য হাতি কখনো লোকালয়ে যায়না, বরং পাহাড়ে বসবাসকারী জনগন হাতির আবাসস্থল, হাতি চলাচলের রাস্তা ও তাদের খাবারের জায়গা দখল করে সেখানে ঘর-বাড়ি ও কৃষি আবাদ করায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলত বিলুপ্ত হওয়ার পথে এশিয়ান হাতির দল খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে কৃষি জমিতে যাওয়ার ঘটনা ঘটে এবং হত্যার স্বীকার হয়। কৌশলে হাতি হত্যা বন্ধের জোর দাবী জানান তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।