সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

নকলার ৩৭০৫ কৃষক পাচ্ছেন প্রণোদনার বীজ সার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই মৌসুমে উপজেলার ৩ হাজার ৭০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হবে।

এ উপলক্ষে মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, চলতি মৌসুমে পর্যায়ক্রমে ১৫৫ জন কৃষকের মাঝে গম বীজ, ২৫০ জনের মাঝে ভূট্টা বীজ, ৩ হাজার কৃষকের মাঝে সরিষা বীজ, ১০০ জনকে চিনাবাদাম বীজ, ৪০ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ, ৮০ জনকে মুগ ডাল বীজ ও ৮০ জন কৃষকের মাঝে মসুর ডালের বীজ ও ফসলের বরাদ্দ অনুযায়ী রাসায়নিক সার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।