সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

নকলায় নতুন ইউএনও’র যোগদান দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্র ২০ অক্টোবর রোববার পূর্বাহ্নে নিজ কার্যালয়ে কাজে যোগদান করেছেন। যোগদানের পরে উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধান ও পৌরসভার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময় সভার আগে সদ্যযোগদানকৃত ইউএনও দীপ জন মিত্রকে উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর ও পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তাগন এবং নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্য মতে, সদ্যযোগদানকৃত নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ৩৫তম বিসিএস-এ চ‚ড়ান্ত মনোনিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সর্বশেষ ২০২২ সালের ২২ জানুয়ারি হতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র) হিসেবে কর্মরত ছিলেন। সদ্যযোগদান করা ইউএনও দীপ জন মিত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০০১.২৩ নং স্মারক মূলে জারি করা বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া-এঁর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন মোতাবেক এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পাশে উল্লিখিত পদে বদলি/পদায়ন করা হলো। সেমোতাবেক নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্র-কে পদায়ন করা হয়েছে।

এর আগে, ৬ অক্টোবর (রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ হতে জারি করা এক প্রজ্ঞাপন মোতাবেক ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর দীপ জন মিত্র-কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।