শেরপুরের নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘এক ডোজ এইচপিভি টিকা নিন; জরায়ুর মুখ ক্যান্সার রুখে দিন’-এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত ইউএনও) উপজেলা পরিষদ ও নকলা পৌরসভার প্রশাসক জুয়েল মিয়া।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, নকলা থানার প্রতিনিধি সহকারি পরিদর্শক (এসআই) আশরাউল আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল প্রমুখ।
বক্তারা এক জরিপের তথ্যের বরাতে জানান, দেশে প্রতিবছর ৪ হাজার ৯৭১জন নারী জরায়ু মুখ ক্যান্সারে মারা যাচ্ছেন এবং প্রতি ১০০জন নারীর ১১জন এ নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন। তারা আরো জানান, পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পড়–য়া শিক্ষার্থী অথবা ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরী রেজিষ্ট্রেশনপূর্বক এ টিকা গ্রহণ করতে পারবেন।
ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জরায়ুর মুখ ক্যানসার রোগের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ব্যবস্থা ও আক্রান্ত রোগীর জরুরি করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়া ৯ বছর থেকে ৪৫ বছর বয়সী নারীদের জরায়ুর মুখ ক্যানসার প্রতিরোধক টিকা গ্রহন করা এবং ৩০ বছর থেকে ৩৫ বছর বয়সী নারীদের প্রতি ৩ বছর পরপর ভায়া টেস্ট করার পরামর্শ প্রদান করেন তিনি।
জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে এই টিকা দেওয়া হবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে ২জন করে ভ্যাকসিনেটর ও ২জন করে স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রমে নিয়োজিতত থাকবেন। এছাড়াও প্রাপ্য কেউ চাইলে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে সরাসরি গিয়ে রেজিষ্ট্রেশন পূর্বক এই টিকা গ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পড়–য়া শিক্ষার্থী অথবা ১০ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকা গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করাতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।
এসময় ইসলামীক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ উপজেলা পর্যায়ে জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভার স্টেক হোল্ডারগন উপস্থিত ছিলেন।