বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-৩ শেরপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা, হাসপাতাল তত্ত্বাবধায়কের প্রত্যাহারের দাবীতে আল্টিমেটাম শেরপুর বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন ও এ্যাডভোকেসি সভা নকলায় বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীরা পেলো উদ্দীপণা পুরষ্কার নকলায় শিশুদের মাঝে ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেরপুরে ডি.কে.আই.বি জেলা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ Nat’l Revolution and Solidarity Day observed in Nakla নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে নকলায় উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনসহ ইউপি কার্যালয় পরিদর্শন

নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলাসহ জেলার সব কয়টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। হাজারো ঘরবাড়ি পানির নিচে চলে যায়। গৃহহীন হয়ে পড়েন লাখো মানুষ।

এমতাবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী’র ছেলে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

তিনি গত তিন ধরে নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বন্যার্তদের হাতে খাবার পৌঁছে দিচ্ছেন। তথ্য মতে, প্রতিদিন পাঁচ’শ থেকে এক হাজার বন্যার্ত পরিবারের হাতে শুকনা খাবার ও রান্না করা ভারি খাবারসহ মোমবাতি, দিয়াশলাই, টর্স লাইট ও বন্যা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিচ্ছেন তিনি। আর এসবের সবকিছুই তাঁর নিজস্ব তহবিলের।

উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে তাদের পরামর্শক্রমে অধিক ক্ষতিগ্রস্থ এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য সরবরাহ করছেন প্রকৌশলী ফাহিম চৌধুরী।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী’র ছেলে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ধৈর্য ধারণ করা অপরিহার্য। এক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। পাশাপাশি এই দুর্যোগ মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।