রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় গৃহহীন জামাল উদ্দিন ২০ বছর ধরে রাত কাটান মসজিদে শেরপুর সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, দ্রুত বিচার দাবী নকলায় টিসিবি পণ্যের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বিতরণ চলছে কীটনাশক ব্যবহারে সচেতনতার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে কৃষক! নকলায় তারুণ্য উৎসব উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পৃথিবীর একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণি বিলুপ্তির পথে নকলায় এসএসসি-৯৫ ব্যাচের মিলনমেলা উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন নকলায় শাক সবজি চারার হাটে বেচাকেনার ধুম নকলায় দিন দিন তুলার জনপ্রিয়তা বাড়ছে, এখন তুলা যেন সাদা সোনা

নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় শেরপুরের সব কয়টি উপজেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে যায়। হাজারো ঘরবাড়ি পানির নিচে চলে যায়। গৃহহীন হয়ে পড়েন লাখো মানুষ। রক্ষা হয়নি নকলা উপলোর অন্তত তিনটি পূজা মন্ডপ ও এর পাশ্ববর্তী এলাকা।

বন্যাক্রান্ত পূজা মন্ডপ গুলো হলো, ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের বিহাড়িরপাড় পালপাড়া পূজা মন্ডপ, ৩নং উরফা ইউনিয়নের চন্দন বর্মন মহাশয়ের বাড়ি দূর্গা পূজা মন্ডপ ও বারমাইসা পূর্বপাড়া রাধাগোবিন্দ মন্দির পূজা মন্ডপ।

বন্যাক্রান্ত এসব পূজা মন্ডপ ও এর আশেপাশের দরিদ্র হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের জন্য উপজেলা পূজা উদযাপন পরিষদ ও নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মাতা মন্দির পূজা মন্ডপের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তার মধ্যে প্রতি মন্ডপের জন্য এক বস্তা চাল, ৮ কেজি মসুর ডাল, ৫ কেজি সয়াবিন তেল ও ২ কেজি লবন উল্লেখযোগ্য।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর জানান, শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শুক্রবার উপজেলার প্রতিটি মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। বন্যাক্রান্ত পূজা মন্ডপের কর্তপক্ষ যেন এ প্রসাদ বিতরণ করতে পারেন এরজন্য তাদেরকে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মাতা মন্দির পূজা মন্ডপের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতিটি বিতরণ কাজে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশীষ কুমার সাহা, নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মাতা মন্দির পূজা মন্ডপ পরিচালনা পরিষদের সভাপতি শ্রী উত্তম কুমার বণিক ও সদস্য সচিব শ্রী সুরঞ্জিত কুমার বণিকসহ উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজামন্ডপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৯ অক্টোবর বুধবার ষষ্ঠি পূজার মধ্যদিয়ে দূর্গাপূজা ও দুর্গোৎসব শুরু হয়েছে। আগামী ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপনী ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এ বছর নকলা উপজেলায় ১৭টি মন্ডপে দুর্গোৎসব ও দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে পৌর এলাকায় ৩টি, ১নং গনপদ্দী ইউনিয়নে ৩টি, ২নং নকলা ইউনিয়নে ১টি, ৩নং উরফা ইউনিয়নে ২টি, ৫নং বানেশ্বরদী ইউনিয়নে ১টি, ৬নং পাঠাকাটা ইউনিয়নে ৩টি, ৭নং টালকী ইউনিয়নে ১টি , ৮নং চরঅষ্টধর ইউনিয়নে ১টি ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে ২টি মন্ডপে দূর্গাপূজা ও দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে।

৯ অক্টোবর বুধবার ষষ্ঠী তিথি ঘ ৮/১০/১৪ পর্যন্ত দুর্গা শ্রী শ্রী দুর্গাষষ্ঠী। শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশাস্তা। সায়ং কালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে দূর্গা পূজা ও দুর্গোৎসব শুরু হয়েছে। আগামী ১২ অক্টোবর শনিবার মহানবমী বিহিত অধিক পূজা প্রশস্ত এবং দিবা ঘ৮/২৬/৩৫ গতে (১৩ অক্টোবর) রবিবার পূর্বাহ্ন মধ্যে দেবীর দশমী বিহিত পূজা প্রশস্ত ও বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপনী ঘটবে বলে দুর্গা পূজা সংশ্লিষ্ট পঞ্জিকা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।