সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাঁরা তিনশতাধিক বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছেন।

সোমবার দিনব্যাপী উপজেলার উরফা ও নকলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তাঁরা পরিদর্শন করেন এবং ২০০ বন্যার্ত পরিবারের মাঝে নিজেদের রান্না করা খাবার ও ১১০টি পরিবরের মাঝে শুকনো খাবার বিতরণ।

বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্ত পরিবারের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুস সাত্তার, শেরপুর জেলার আমীর মাওলানা হাফিজুর রহমান, জামালপুর জেলার সেক্রেটারি এড. আব্দুল আউয়াল, জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী বলেন, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ধৈর্য ধারণ করা অপরিহার্য। এক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। পাশাপাশি এই দুর্যোগ মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এসময় নকলা উপজেলার সাবেক আমীর মুফতি মাওলানা মোহাম্মদ খাদেমুল ইসলাম, বর্তমান আমির গোলাম সারোয়ারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নকলা উপজেলার আমীর গোলাম সারোয়ার জানান, তাদের সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে আছেন, থাকবেন। দেশের কোন ক্রান্তিকালীন সময়ে বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতেও ছিলেন, বর্তমানে আছেন এমনকি ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।