শেরপুরের নকলায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন-এর নকলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার সময় নকলা প্রেস ক্লাবের সামনে ক্লাবের সভাপতি ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার উপদেষ্টা মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু।
প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রক্তসৈনিক নূর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার উপদেষ্টা খন্দকার জসিম উদ্দিন মিন্টু, রক্তসৈনিক শেরপুরের সভাপতি মেহেদী হাসান শামীম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রক্তসৈনিক পাবনা জেলা শাখার সহ-সমন্বয়ক আসলাম মিয়া, রক্তসৈনিক এটিআই শেরপুর শাখার সমন্বয়ক রায়হান হাবিব আকাশ, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রক্তসৈনিক দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক রক্তসৈনিক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক রক্তসৈনিক সেলিম রেজা ও অর্থ বিষয়ক সম্পাদক রক্তসৈনিক আব্দুল্লাহ আল-আমিন প্রমুখ।
সভায় বক্তারা রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন-এর নকলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে ও সংগঠনটির সর্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করেন।
এসময় রক্তসৈনিক শেরপুর পৌর শাখার সভাপতি সাজ্জাদ হোসাইন ও সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক রক্তসৈনিক নাহিদুল ইসলাম রিজন, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক রক্তসৈনিক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রক্তসৈনিক রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়া, রাইসুল ইসলাম রিফাত, তরুন সাংবাদিক রক্তসৈনিক হাসান মিয়া ও লিমন আহম্মেদসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রক্তসৈনিক ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।