শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৪-২৫ অর্থ বছরে আওতায় আমন মৌসুমের উইন ২০৭ ধান এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দিকে উপজেলার নন্নী ইউনিয়নের বাইগড়পাড়া এলাকার কৃষক ইয়াছিন আলীর মাঠের ধান কর্তন করা হয় এবং তার বাড়ির আঙ্গিনায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শোয়েব আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামার বাড়ির কৃষি প্রকৌশলী কৃষিবিদ শিবানী রানী নাথ বক্তব্য রাখেন।
এসময় কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মওদুদ আহমেদসহ স্থানীয় বøকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
তথ্য মতে জানা গেছে, শুকনো অবস্থায় ধানের ফলন হয়েছে প্রতি একরে ৬৯ মণ বা প্রতি হেক্টরে ৬.৮২ টন। আর এতে চালের ফলন হবে প্রতি হেক্টরে ৪.৫ টন।