বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে জুয়েল মিয়াকে পদায়ন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জুয়েল মিয়া-কে পদায়ন করা হয়েছে। তিনি যোগদান করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা-এঁর স্থলাভিষিক্ত হবেন।

৩০ সেপ্টেম্বর গণপজ্রাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০০২.২৩.৩৪৯ নং স্মারক মূলে জারি করা বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া-এঁর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন মোতাবেক এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে ময়মনসিংহ বিভাগ থেকে বদলি/পদায়ন করা ৮ জন সহকারী কমিশনার (ভূমি)-এর উদ্দেশ্যে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত পদে বদলি/পদায়ন করা হলো। সেমোতাবেক নকলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জুয়েল মিয়া-কে পদায়ন করা হয়েছে।

এর আগে, ২৬ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ হতে জারি করা ৩১.০০.০০০০,০৫৬,১৯.০৬৯.২৪-১৪২ নং স্মারক মূলে এক প্রজ্ঞাপন মোতাবেক দেশের ৩৮ জন সহকারী কমিশনার (ভূমি) কে বিভিন্ন জেলা বা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৬ জুলাই ২০২৪ তারিখে ০৫.০০.০০০০.১৩৭.১৮.০০১.২৪.১৯২ নং স্মারকের প্রজ্ঞাপন, ২৪ এপ্রিল ২০২৪ তারিখে ০৫.০০.০০০০.১৩৭.১৮.০০১.২৪-১০০ নম্বর স্মারকের প্রজ্ঞাপন, ২৫ মার্চ ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৩৭.১৮.০০১.২৪-৬৯ নম্বর স্মারকের প্রজ্ঞাপন এবং ১৫.০২.২০২৪ তারিখে ০৫.০০.০০০০.১৩৭.১৮. ০০১.২৪.৩৬ নং নম্বর স্মারকের প্রজ্ঞাপনে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্তকৃত বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে পরবর্তী পদায়নের জন্য তাঁদের চাকরি নামের পাশে বর্ণিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্দেশক্রমে ন্যস্ত করা হলো। সেমোতাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জুয়েল মিয়া-কে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

তথ্য মতে, সদ্যপদায়নকৃত নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া ৩৮তম বিসিএস-এ চ‚ড়ান্ত মনোনিত হয়ে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে গাইবান্দা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রশিক্ষণরত) যোগদান করেন। পরে ওই জেলার একই কার্যালয়ে এনডিসির দায়িত্ব পালন করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নকলায় তাঁর কর্মজীবনের প্রথম বদলি/পদায়ন। দ্রুত সময়ের মধ্যেই তিনি নকলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজে যোগদান করবেন বলে জানা গেছে। জুয়েল মিয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।