বিশ্ব হার্ট দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিটির উদ্বোধন করেন। ‘হৃদয়ের যতœ হোক সর্বজনীন’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে র্যালিটি সিভিল সার্জন অফিসের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হার্ট ফাউন্ডেশনের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। পরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া-এঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শেরপুর সরকারি মডেল গার্লস ডিগ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তপন সারোয়ার, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু প্রমুখ।
এসময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্য হোসাইন আহম্মদ মোল্লা মামুন, জসিম উদ্দিন বাদল, এনামুল হক মির্জু, সাংবাদিক শাহরিয়ার মিল্টন, সাংবাদিক মুগনিউর রহমান মনি ও মেহেদী হাসান শামীমসহ হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।