শেরপুরে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা এবং আয়রন ফলিক এসিড ট্যাবলেট গ্রহণের মাধ্যমে মাতৃত্বকালীন পুষ্টি নিশ্চিতকরণ কর্মসূচি বিষয়ক রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) শেরপুর সিভিল সার্জন অফিসের আয়াজনে, সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন-এঁর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকার মহাখালিস্থ জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এবং নিউট্রিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত রিভিউ কর্মশালায় জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগনসহ সিভিল সার্জন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক ও স্টেকহোল্ডারগন অংশ গ্রহন করেন।