ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতিশরানে কর্তৃক শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে অবমাননার প্রতিবাদে বাংলাদেশের শেরপুর জেলার নকলায় তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে নকলা উলামা ঐক্য পরিষদের সহসভাপতি মুফতি মাওলানা ওয়ালী উল্লাহ-এঁর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নকলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুল জলিল, মুফতি মাওলানা আনসার উল্লাহ, মুফতি মাওলানা আব্দুল জলিল কাসেমী, মুফতি মাওলানা মনির আহমেদ, মুফতি মাওলানা শামছুল হক জিহাদী, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শস্তির দাবী করার পাশাপাশি তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
এসময় মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ হযরত আলী, কায়দা দাখিল মাদরাসার সুপার মাওলানা ওয়ালী উল্লাহসহ বিভন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেম, মাদ্রাসার মুহতামীমগন, শিক্ষার্থী ও অগণিত তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি মহানবী (সাঃ) কে নিয়ে ভারতের এক হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা বিধায়ক নিতিশরানে কর্তৃক কটুক্তিকারায় বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনতা ওই কটুক্তিকারীদ্বয়কে দ্রুত গ্রেফতার করে বিচার দাবিসহ তীব্র নিন্দা জ্ঞাপন এবং বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন।