জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শেপুরের নকলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কন্যশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) তামান্না হোরায়রা-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুমান হাসানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীসহ অনেকে অংশ গ্রহন করেন।