বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের বিচার দাবিতে নকলায় নিন্দা বিক্ষোভ মিছিল সমাবেশ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০ বার পঠিত

শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে কটুক্তি করায় বাংলাদেশের শেরপুর জেলার নকলায় কটুক্তি কারীদের বিচার দাবিতে তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার খারজান বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

মিছিলটি খারজান বাজার জামে মসজিদ থেকে বের হয়ে ময়মনসিংহ-শেরপুর বাইপাস সড়ক দিয়ে বাড়ইকান্দি-খারজান সীমা দিয়ে ঘুরে খারজান বাজারে গিয়ে শেষ হয়। পরে খারজান বাজারের চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল গনপদ্দী ইউনিয়নের তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনগনসহ আশেপাশের বিভিন্ন এলাকার মুসলিম জনতার ঢল নামে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খারজান বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হাসেম আলী, মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, মুফতি মাওলানা মনির আহমেদ, আলীনাপাড়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. আমজাদ হোসেন ও মুফতি মাওলানা মো. লিয়াকত হোসেন প্রমুখ।

শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শস্তির দাবী করার পাশাপাশি তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।

উল্লেখ্য, সম্প্রতি মহানবী (সাঃ) কে নিয়ে ভারতের এক হিন্দু পুরোহিত রামগিরি মাহারাজ ও তার সমর্থক বিজেপি নেতা নিতেশ নারায়ন কর্তৃক কটুক্তিকারায় বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনতা কটুক্তিকারীদের বিচার দাবিসহ তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।