রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় গৃহহীন জামাল উদ্দিন ২০ বছর ধরে রাত কাটান মসজিদে শেরপুর সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, দ্রুত বিচার দাবী নকলায় টিসিবি পণ্যের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বিতরণ চলছে কীটনাশক ব্যবহারে সচেতনতার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে কৃষক! নকলায় তারুণ্য উৎসব উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পৃথিবীর একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণি বিলুপ্তির পথে নকলায় এসএসসি-৯৫ ব্যাচের মিলনমেলা উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন নকলায় শাক সবজি চারার হাটে বেচাকেনার ধুম নকলায় দিন দিন তুলার জনপ্রিয়তা বাড়ছে, এখন তুলা যেন সাদা সোনা

ধোবাউড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার
মতবিনিময় সভা করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের অফিস কক্ষে ক্লাবের সভাপতি আনিছুর রহমান মানিক-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি সুলতান মামুন রতন ও যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ফজলুল হক প্রমুখ।

সাংবাদিক নেতারা ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের ইতিহাস ঐতিহ্য উল্লেখ্য পূর্বক প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মপরিধি, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ওসি আল মামুন সরকার বলেন, ধোবাউড়া উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জুয়া খেলা, বেদখল, পারিবারিক কলহসহ বিভিন্ন সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে উপজেলাবাসীকে নিরাপদ রাখতে তিনি বদ্ধপরিকর। তাছাড়া যেকোন গুজব প্রতিরোধে, গ্রেফতারী পরোয়ানা তামিলকরাসহ অপরআধ দমনে বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা বাড়ানো, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর কর্মতৎপরতা বৃদ্ধিকরা তাঁর নিয়মিত কাজের অংশ হিসেবে থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন- পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের সাথে সু-সম্পর্ক গড়ে তুলার মাধ্যমে প্রমান করতে চাই যে, ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ।’ তবে এর জন্য সব পেশা-শ্রেণীর জনগনের সহযোগিতা অতিজরুরি বলে তিনি মনে করেন। এক্ষেত্রে উপজেলায় কর্মরত সাংবাদিকদের পরামর্শ ও সার্বিক সহযোাগিতা কামনা করেন ওসি আল মামুন সরকার। এসময় ধোবাউড়া প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।