ময়মনসিংহের ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার
মতবিনিময় সভা করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের অফিস কক্ষে ক্লাবের সভাপতি আনিছুর রহমান মানিক-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি সুলতান মামুন রতন ও যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ফজলুল হক প্রমুখ।
সাংবাদিক নেতারা ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের ইতিহাস ঐতিহ্য উল্লেখ্য পূর্বক প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মপরিধি, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
ওসি আল মামুন সরকার বলেন, ধোবাউড়া উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জুয়া খেলা, বেদখল, পারিবারিক কলহসহ বিভিন্ন সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে উপজেলাবাসীকে নিরাপদ রাখতে তিনি বদ্ধপরিকর। তাছাড়া যেকোন গুজব প্রতিরোধে, গ্রেফতারী পরোয়ানা তামিলকরাসহ অপরআধ দমনে বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা বাড়ানো, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর কর্মতৎপরতা বৃদ্ধিকরা তাঁর নিয়মিত কাজের অংশ হিসেবে থাকবে বলে তিনি জানান। তিনি আরো বলেন- পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের সাথে সু-সম্পর্ক গড়ে তুলার মাধ্যমে প্রমান করতে চাই যে, ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ।’ তবে এর জন্য সব পেশা-শ্রেণীর জনগনের সহযোগিতা অতিজরুরি বলে তিনি মনে করেন। এক্ষেত্রে উপজেলায় কর্মরত সাংবাদিকদের পরামর্শ ও সার্বিক সহযোাগিতা কামনা করেন ওসি আল মামুন সরকার। এসময় ধোবাউড়া প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।