গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ (সম্পাদক মন্ডলী) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন পূর্বক সবার নাম পদবী ঘোষনা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে আবুল বাশার পলাশ-কে সভাপতি ও এম.এ ফরিদ-কে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মনোনিত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- কার্যকরী সভাপতি হাজী মনজুরুল আহসান ও খন্দকার জাহিদুল ইসলাম মারুফ; সহ-সভাপতি মো. রুহুল আমিন দেওয়ান, শারমিন সুলতানা মিতু, মো. সফুর উদ্দিন ও মো. জহিরুল হক; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল আলী, মো. সরোয়ার আলম ও আজহারুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক মো. জুবাইল হোসেন, প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাশিদ আহমেদ তুষার, দপ্তর সম্পাদক এম.এম কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নেছার আহমেদ।
এ উপলক্ষে, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠন কল্পে বক্তারা সংগঠনটির ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সকল পদে (১৭ টি) একক প্রার্থী থাকায় সবাইকে কাঙ্খিত পদে বিজয়ী ঘোষণা করে এক বছরের জন্য নতুন এই কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এরই মধ্যে শেরপুরের ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাব পরিবারসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানানো হয়েছে।
এদিকে নব-নির্বাচিত কার্যকরী সভাপতি-২ শেরপুরের নকলা উপজেলাধীন বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের কৃতি সন্তান খন্দকার জাহিদুল ইসলাম মারুফ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির নব-নির্বাচিত সকলকে শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তাকে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কার্যকরী সভাপতি পদে মনোনিত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার স্বার্থে সকলের কাছে পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা কামনা করেছেন নব-নির্বাচিত কার্যকরী সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম মারুফ।