শেরপুরের নকলায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নামা কৈয়াকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলমকে সভাপতি ও বারমাইসা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্যরা হলেন, ৭ জন সহ-সভাপতি মো. গোলাম হায়দার, মো. মবিনুল ইসলাম, মুহাম্মদ সেলিম মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. লুৎফর রহমান, মো. শহিদুল ইসলাম ও মুহাম্মদ মুস্তাফিজুর রহমান; ২ জন সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁন ও মো. শফিকুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মো. রেফাজ উদ্দিন, ২ জন সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম বাধন ও নাছিম রহমান প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান, সহ-দপ্তর সম্পাদক মোঃ ছারুয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান লিটন, প্রচার সম্পাদক শরীফুর রসুল কাউসার, ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আমজাদ হোসেন, সাহিত্য সম্পাদক মো. হাফিজুর রহমান রতন, ধর্ম সম্পাদক মাওলানা মো. বেলায়েত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. রুকুনুজ্জামান স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক শাফিয়া খাতুন এবং ৪ জন কার্যকরি সদস্য মো. ছায়েদুল ইসলাম, রফিকুল ইসলাম, ছামিউল ইসলাম শামীম ও ছিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোহাম্মদ নাজমুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মো. ইউসুফ আলী খান, মো. ফরিদুল ইসলাম, মো. শরিফ উদ্দিন ও মুহাম্মদ শহিদুল ইসলাম নিজনামে স্বাক্ষর করে নবগঠিত এই কমিটির প্রাথমিক অনুমোদন প্রদান করেন।
জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় নতুন আরো ৭ জনকে সদস্য হিসেবে মনোনিত করা হবে। এরই মধ্যে নকলা প্রেসক্লাব পরিবারসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে শুভেচ্ছা জানানো হয়েছে।
–প্রেস বিজ্ঞপ্তি