শেরপুরের নকলা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান যোগদান করেছেন। সে সোমবার সন্ধ্যায় দায়িত্বভার গ্রহন করেন। তিনি বিদায়ী ওসি আব্দুল কাদের মিয়া’র স্থলাভিষিক্ত হলেন।
এরই মধ্যে প্রশাসন, পুলিশ বিভাগ, সাংবাদিক ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। নবাগত ওসিহাবিবুর রহমান এর আগে জামালপুর সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত ছিলেন।
ওসি হাবিবুর রহমান বলেন, “আমার জানা মতে নকলা উপজেলার মানুষ অতিথিপরায়ণ ও সাহায্যকারী। এ উপজেলাটি সীমান্তের অদূরে হওয়ায় এখানে বিভিন্ন অপরাধের মাত্রা স্বাভাবিক কারনেই একটু বেশি। সকলের সার্বিক সহযোগিতায় আমি নকলাকে মাদকসহ সকল অপরাধ মুক্ত করব। আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গণমাধ্যমের বলিষ্ঠ প্রচেষ্টায় যেকোন অপরাধ চিহৃত করে তা নির্মূল করা সম্ভব। ওসি আরো বলেন, সাংবাদিক ভাইয়েরা সমাজের আয়না স্বরূপ। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল নিহিত থাকে।” আইন শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ নির্মূলে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জানা গেছে, হাবিবুর রহমান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে সরাসরি সাব-ইন্সপেক্টর (এসআই) পদে যোগদান করেন। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।