শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া-এর বদলী জনিত বিদায় উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা, নকলা থানা, উপজেলা অফিসার্স ক্লাব ও ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগনের পক্ষ থেকে আলাদা ভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ওসি মো. আব্দুল কাদের মিয়া’র অফিস কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। জানা গেছে, ওসি মো. আব্দুল কাদের মিয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার সাবেক আমির মুফতি খাদীমুল ইসলাম, বর্তমান আমির গোলাম সারোয়ার, সেক্রেটারি মো. শরীফুল ইসলাম শরিফ, পাঠাকাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিক আলম ও ব্যবসায়ী মেহেদী হাসান সবুজসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও পুলিশ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওসি আব্দুল কাদের মিয়া ২০২৩ সালের ২১ অক্টোবর নকলা থানার দায়িত্বভার গ্রহন করেন। তিনি ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। আব্দুল কাদের মিয়া এর আগে শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
তথ্য সূত্রে জানা গেছে, মো. আব্দুল কাদের মিয়া ২০০৮ সালের ২৪ সেপ্টম্বর বাংলাদেশ পুলিশ বিভাগে সরাসরি সাব ইন্সপেক্টর (এসআই) হিসেবে যোগদান করেন। পরে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), ইশ্বরগঞ্জের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে এবং সবশেষে শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শান্তি রক্ষা মিশনে গিয়ে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। মো. আব্দুল কাদের মিয়া টাঙ্গাইল জেলার সদর উপজেলার স্থায়ী বাসিন্দা।