বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নালিতাবাড়ীতে ডপস সদস্য শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ৬০ জন সদস্য শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বইয়ের সহায়ক বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করাসহ উদ্বুদ্ধ করণসভা করা হয়েছে।

এ উপলক্ষে নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডপস’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডপস’র সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ শহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা, নয়াবিল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, প্রেসক্লাব নালিতাবাড়ী’র সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বাংলার কাগজ’র সম্পাদক প্রকাশক মনিরুল ইসলাম মনির, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান ও বিপ্লব দে কেটু প্রমুখ।

ডপস’র প্রতিষ্ঠাতা মোঃ শাহিন মিয়া বিএসপি জানান, তার আয়ের একটি অংশ ও শুভাকাঙ্খীদের সার্বিক সহযোগিতার অর্থে ডপসের শিক্ষার্থীরে পিছনে ব্যয় করা হয়। তিনি জানান, এই মহতী কাজে বিভিন্ন শুভাকাঙ্খী জনের সহায়তায় ডপসের সদস্যদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া সহজ হচ্ছে। শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজের সকলকে একাজে এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় ডপস সদস্য শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, স্থানীয় অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডপস-এর সভাপতি শহিদুর রহমানের দেওয়া তথ্যমতে, জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ উত্তীর্ণ আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বাছাইয়ের মাধ্যমে শেরপুর সদর উপজেলার ৮০ জন, শ্রীবরদীর ৬৭ জন, ঝিনাইগাতী উপজেলার ৬০ জন ও নালিতাবাড়ী উপজেলার ৬০ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্য বইয়ের সহায়ক বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ কাজ সম্পন্ন করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নকলা উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ডপস সদস্য ৫০ জন শিক্ষার্থীর মাঝে এসব বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।