শেরপুরের নকলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে নবীজির জীবনাদর্শ, কর্ম ও তাঁর শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বৈষম্যবিরোধী ছাত্রজনতার উদ্যোগে বৈষম্যবিরোধী নিহত শিক্ষার্থীদের স্মরণে কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
১২ রবিউল আউয়াল বিকেলে পৌরশহরের গড়েরগাঁও চৌরাস্তা মোড়ে আলোচনা সভা, হামদ-নাত, কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মো. হারেছ উদ্দিন।
ওলামা ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য উল্লেখ পূর্বক নবীজির জীবনাদর্শ, কর্ম ও তাঁর শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, ওলামা ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মো. আব্দুল জলিল, নকলা শহরের গ্রীনরোস্থ মাসতুরা আশরাফিয়া ক্বওমী মহিলা মাদ্রাসার সহকারি প্রিন্সিপাল হযরত মাওলানা আবু তালিব মোহাম্মদ সাইফুদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ মারুফ হাসান প্রমুখ।
এরপরে সন্ধ্যায় বৈষম্যবিরোধী নিহত শিক্ষার্থীদের স্মরণে স্থানীয় ও আমন্ত্রীত অতিথিদের পরিবেশনায় কাওয়ালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, তৌহিদী জনতা, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সংস্কারপন্থী বৈষম্যবিরোধী ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। সব শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ ও জাতির মঙ্গলার্থে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।